মানুষ বদলায়
মানষ বদলায় সকাল বিকাল
বদলায় দিনে রাতে,
কেউ বদলায় গরম কালে
কেউ বদলায় শীতে।
মুখোস পড়ে কেউ ঢাকে মুখ
কেউ বা তাহার মন,
কেউ ঢাকে তার স্বভাবটাকে
কেউ বা প্রলোভন।
কত মানুষ বদলে গিয়ে
হয়ে গেল চোর,
কত ডাকাত ওলি হয়ে
আনল নতুন ভোর।
কেউ বদলায় কষ্ট পেয়ে
কেউ বা করে রাগ,
কেউ বদলায় লোভে পড়ে
পেয়ে চুরির ভাগ।
কেউ বদলায় মনের সুখে
কেউ বদলায় ঠেকে,
কেউ বদলায় নকল করে
অন্য মানুষ দেখে।
টাকা হলেই বদলায় মানুষ
বদলায় তাহার ভাব,
কত মানুষ বদলায় হায়
ঘরেতে অভাব।
এমনি করে বদলায় মানুষ
বদলায় তাহার মন,
কত মানুষ বদলায় রে ভাই
কারন-অকারন।
আবু রায়হান, ১৩ জানুয়ারি, ২০১৮।
বদলায় দিনে রাতে,
কেউ বদলায় গরম কালে
কেউ বদলায় শীতে।
মুখোস পড়ে কেউ ঢাকে মুখ
কেউ বা তাহার মন,
কেউ ঢাকে তার স্বভাবটাকে
কেউ বা প্রলোভন।
কত মানুষ বদলে গিয়ে
হয়ে গেল চোর,
কত ডাকাত ওলি হয়ে
আনল নতুন ভোর।
কেউ বদলায় কষ্ট পেয়ে
কেউ বা করে রাগ,
কেউ বদলায় লোভে পড়ে
পেয়ে চুরির ভাগ।
কেউ বদলায় মনের সুখে
কেউ বদলায় ঠেকে,
কেউ বদলায় নকল করে
অন্য মানুষ দেখে।
টাকা হলেই বদলায় মানুষ
বদলায় তাহার ভাব,
কত মানুষ বদলায় হায়
ঘরেতে অভাব।
এমনি করে বদলায় মানুষ
বদলায় তাহার মন,
কত মানুষ বদলায় রে ভাই
কারন-অকারন।
আবু রায়হান, ১৩ জানুয়ারি, ২০১৮।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন