সব কথা যায়না বলা মুখে
সব কাজে হয়না ভালো ফল সব ওষুধে পায়না দেহ বল। সব হাসি হয়না সুখে মাখা সব কান্না যায়না চোখে দেখা। সব মানষ হয়না কভূ ভালো সব বাতির হয়না পশর আলো। সব প্রেমে হয়না পরিনয় সব ভনিতা হয়না অভিনয়। সব পানিতে ফোটেনা পদ্ম ফুল সব ভাবনা হয়না কারো ভুল। সব স্বপ্নের যায়না ছবি আঁকা সব কথা যায়না কভূ রাখা। সব ব্যথা যায়না রাখা বুকে সব কথা যায়না বলা মুখে। আবু রায়হান, ১৬ জানুয়ারী, ২০১৮ চর শ্ররামপুর, গৌরিপুর, ময়মনসিংহ।