সোশ্যাল মিডিয়ায় শিষ্টাচার
বাইরে যেমন হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় শিষ্টাচার নিয়ে তেমনটি ভাবা হয়না।
অথচ, সকল ক্ষেত্রেই শিষ্টতা বজায় রাখা কর্তব্য।
যেমন ধরুন, ফেসবুকে কোন পোস্ট বা মন্তব্যে কেউ বানান ভুল করে ফেলল, বা কোন ভুল কথা লিখে ফেলল। এমন সুযোগে কিছু লোক যেন লাফিয়ে উঠে নিজের বিদ্যার বাহার দেখাতে ঝাঁপিয়ে পড়েন। মন্তব্যে লিখে দেন, এটা ভুল, ওটা ভুল, ঐটা ঠিক নয়। বাস্তবে হয়ত ভুলকারী ব্যক্তির কাছে যাওয়ার যোগ্যতাও তার নেই। ফলাফল : ঐ লোক তার অসংখ্য বন্ধুর সামনে লজ্জিত হন, বা নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে আরো ভুল করেন, কখনো রেগে গিয়ে ব্লক মারার মত পদক্ষেপ নেন।
কিন্তু কেন? প্রথমত সোশ্যাল মিডিয়ায় বানানজনিত ভুল কোন ভুল নয়, অন্য ভুল হয়ে থাকলে তার পোস্টে সেটা ভদ্রতার সাথে আলোচনা করা যেতে পারে, কিংবা ইনবক্সে তার ভুলের ব্যাপারে জানানো যেতে পারে।
মনে রাখা দরকার, অন্যের আত্মসম্মানে আঘাত দিয়ে তৃপ্তি পাওয়া ভাল মানুষী নয়। এটা বাস্তবে এবং সোশ্যাল মিডিয়াসহ সর্বক্ষেত্রে প্রযোজ্য।
#সোশ্যাল_মিডিয়ায়_শিষ্টাচার
#আবু_রায়হান
#আবু_রায়হান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন